নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রাচিন রবীন্দ্র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে বিশ্বকাপে যেভাবে আলো ছড়িয়েছেন তাতে এমন পুরস্কার তার প্রাপ্যই ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র।

ওয়ানডে বিশ্বকাপে যেভাবে আলো ছড়িয়েছেন তাতে এমন পুরস্কার তার প্রাপ্যই ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র।

নারীদের ক্রিকেটে দেওয়া হয় বর্ষসেরার ডেবি হকলি মেডেল। এটি জিতেছেন অ্যামেলিয়া কার। তাও আবার টানা দ্বিতীয় বছরের মতো! পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় একটি বছর কাটিয়েছেন ২৪ বছর বয়সী রবীন্দ্র। সব ফরম্যাটেই আলো ছড়িয়েছেন। তবে ওয়ানডে বিশ্বকাপ দিয়েই বেশি আলো ছড়িয়েছেন বেশি। ৬৪ গড়ে ৫৭৮ রান করেছেন। রয়েছেন তিনটি সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জিততেও ছিল তার ভূমিকা। বে ওভালে তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এই সিরিজ জিততে অবদান রেখেছে।

এদিকে, নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসন জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। ৫৬ গড় ও চার সেঞ্চুরিতে ৬ টেস্টে এ সময় সংগ্রহ করেছেন ৬১৯ রান। তাছাড়া ড্যারিল মিচেল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও মিচেল স্যান্টনার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »