নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শনিবার (২৯ অক্টোবর) একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিডনিতে গ্রুপ ১ এর ম্যাচে বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা কিউইরা এই ম্যাচেও চাইবে দাপট ধরে রেখে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্ত করতে। অন্যদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় লঙ্কানরা। তাই এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় শ্রীলঙ্কা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »