নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের ৫ উইকটে হারিয়ে তাদের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় শান্তর দল। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন শেখ মেহেদি হাসান।

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ তাদের কখনোই হারাতে পারেনি। সেই বৃত্ত ভাঙ্গতেই নেপিয়ারে মাঠে নামেব বাংলাদেশ। ১৩ বছরে ৯টা ম্যাচের অবশেষে ১০ নম্বর ম্যাচে এসে পর সেই অধরা জয় ধরা দিল টাইগারদের কাছে।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রান তুলতেই রনি তালুকদার ও নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ৪ নম্বরে নামা সৌম্য সরকার ১৫ বলে ২২ রান করে আউট হলে দলীয় ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা। এরপর হৃদয় ১৯ আর আফিফ ১ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হলে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শান্তর দল

তবে এক প্রান্ত আগলে রেখে দলের চাপটা দূর করে দেন ধীরে ব্যাট চালানো লিটন দাস। তাকে সঙ্গ দেন মেখ মেহেদি। এই দুজনের ব্যাটে শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৫ উইকেটে ১৩৭ রান তুলে টাইগারদের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। লিটন ৩৬ বলে ৪২ ও মেহেদি ১৬ বলে ১৯ রানে অপরাজি থাকেন।

ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই টিম সেইফার্টের (০) উইকটে তুলে নেন শেখ মেহেদি। এরপর দ্বিতীয় ওভারে শরিফুলের বলে ফিন অ্যালেন (১) ও গ্লেন ফিলিপস (০) পরপর দুই বলে আউট হলে ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৪ রান করা ড্যারেল মিচেল শেখ মেহেদির বলে বোল্ড বলে দলীয় ২০ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। আর ১৯ রান করা মার্ক চ্যাপম্যান লেগ স্পিনার রিশাদের বলে আউট হলে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে আরও টাপে পড়ে স্বাগতিকরা।

স্যান্টন্যার ও নিশাম ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪১ রানে জুটি গড়েন। স্যান্টন্যার ২৩ রান করে দলীয় ৯১ রানে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ২৯ বলে ৪৮ রান করে নিশাম আউট হলে ১১০ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। টাইগার বোলার শরিফুল ৩টি, মেহেদি ও মুস্তাফিজ ২টি করে এবং তানজিম সাকিব ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মেহেদি ২/১৪, শরিফুল ৩/২৬, তানজিম ১/৪৫, মুস্তাফিজ ২/১৫, রিশাদ ১/২৪)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মেহেদি ১৯*; সাউদি ৪-০-১৬-১, মিল্ন ১/৩৯, নিশাম ১/৭, সিয়ার্স ১/৩৬, স্যান্টনার ১/১৬)

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »