নিউজিল্যান্ডকে সমীহ করছেন মরগান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরটা ইংল্যান্ডের জন্য একটু বাড়তি প্রাপ্তির। ঘরের মাঠে ২৭ বছর পর ফাইনালে যাওয়া আর সেই ম্যাচে প্রতিযোগিতা করে শিরোপা নিজেদের করে নেয়ার ক্ষেত্রে একটু বেশিই মরিয়া থাকবেন মরগান-রুটরা।

টুর্নামেন্তের শুরুটা দুর্দান্ত করলেও মাঝপথে খেই হারানো ইংলিশরা কামব্যাক করেছে দৃষ্টিনন্দনভাবে। নিজের দলকে ফাইনালে তুলতে পেরেও বেজায় খুশি দলপতি মরগান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মরগান সমীহই করলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

‘ক্রিকেট ও অন্যান্য খেলায় রূপ বদলাতে পারে। একবার আপনি এগিয়ে যাবেন আবার এটা পেছন থেকে আঁকড়ে ধরতে পারে। ট্রফি উচিয়ে ধরার কথা আমার মাথায় আনিনি। তবে আমরা যদি জিততে পারি তাহলে সেটা ক্রিকেট এবং দেশের জন্য অসাধারণ হবে। ট্রফি উঁচিয়ে ধরতে পারলে নতুন প্রজন্মের কাছে আমরা আইকন হয়ে থাকব।’

নিউজিল্যান্ডের প্রতি সম্মান দেখিয়ে মরগান আরও জানান, ‘নিউজিল্যান্ড কঠিন দল। অভিজ্ঞতা ও সামর্থ্য তাদের রয়েছে। তারা গ্রুপ পর্বে সেরা দল হিসেবেই খেলেছে। সেমি ফাইনালে ওঠার ক্ষেত্রে আমাদের মতই তারা খেলেছে। উন্নতি করার জন্য চেষ্টা করেছি। তারাও করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »