নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে টাইগারদের ইতিহাস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারে মতো জয়ের দেখা পেলো শান্তর দল। ম্যাকলিন পার্কে আগে ব্যাট করে কিউইরা ৯৮ রানে অলআউট হয়। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে কিউইদের ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটি ওয়ানডেতে বাংলাদেশ তাদের কখনোই হারাতে পারেনি। সেই বৃত্ত ভাঙ্গতেই নেপিয়ারে মাঠে নামেব বাংলাদেশ। অবশেস সেই অধরা জয় ধরা দিল টাইগাদরে কাছে। কিন্তু সেটা যে এতোটা দাপুপে জয় হবে সেটা হয়তো কল্পনাতে ছিল না বাংলাদেশের।

নিউজ্যান্ডের দেয়া ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে কোনো রকম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। দলীয় ১৫ রানে সৌম্য সরকারের চোখে সমস্যা দেখা দিলে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় উইকেটে কিউই বোলারদের আর সুযোগ দেননি নাহমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। দরতে জয়ের কাছে নিয়ে যান। দলীয় ৮৪ রানে বিজয় ৩৭ রান করে আউট হলে ৫০ বলে ৬৯ রানের জুটি ভাঙ্গে। এরপর শান্ত আর লিটন দাস জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মাঠ ছাড়েন। জয়ে সাথে শান্ত ৪২ বলে ফিফটি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে ওভারে ৯৯ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। দলীয় ২২ রানের দুই উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে ফেলে দেয় টাইগার বোলাররা। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে আর সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। শরিফুল, তানজিম সাকিব, সৌম্য সরকারের দারুণ বোলিংয়ে পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

৩১ দশমিক ৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। উইল ইয়ং ২৬ ও টম ল্যাথাম ২১ রান করেন। টাইগার বোলার শরিফুল, সাকিব ও সৌম্য সবাই ৩টি করে এবং মুস্তাফিজ ১টি উইকেট নেন। দারুন বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন তানজিম সাকিব।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮ (ইয়াং ২৬, রাচিন ৮, নিকোলস ১, ল‍্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ‍্যাপম‍্যান ২, ক্লার্কসন ১৬, মিল্ন ৪, অশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৩/২২, তানজিম ৩/১৪, মুস্তাফিজ ১/৩৬)

বাংলাদেশ: ১৫.১ ওভারে ৯৯/১ (সৌম‍্য ৪ আহত অবসর, এনামুল ৩৭, শান্ত ৫১*, লিটন ১*; ও’রোক ১/৩৩)

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »