নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডকে মাত্র ৭৫ রানে অলআউট করে ৮৪ রানের জয় তুলে নিলো আফগানিস্তান। এটি আফগানদের টানা ২য় জয়।
উইন্ডিজের প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে গুরবাজের ৫৬ বলে ৮০ ও ইব্রাহিম যাদরানের ৪১ বলে ৪৪ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে আফগানিস্তান। দুই ওপেনার ১০৩ রানের জুটি গড়ার পর ওমরযাই ১৩ বলে ২২ রান করলেও নবী ১ বলে শুণ্য, রশিদ ৫ বলে ৬ রান করে ফেরেন। গুলবাদিন ২ বলে শুণ্যে ফেরেন। নিউজিল্যন্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেন বোল্ট ও হেনরি।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফারুকীর বোলিং তোপে চাপে পড়া নিউজিল্যান্ড আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।শেষ পর্যন্ত মাত্র ৭৫ রানে অলআউট হয়ে ৮৪ রানে পরাজয়বরণ করে কিউইরা। সর্বোচ্চ ১৮ বলে ১৮ রান করেন গ্লেন ফিলিপস। ১২ রান করেন হেনরি। আর কোন ব্যাটারই দুই অংক ছুতে পারেনি।
দূর্দান্ত জয়ের ম্যাচে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রহমান উল্লাহ গুরবাজ।