মমিনুল ইসলাম »
ঘরোয়া ক্রিকেটে অনেক সময় ধরেই ভালো খেলে আসছেন নাসুম আহমেদ । ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরষ্কার হিসেবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে দল পায়। প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলে এখন অবদি আহামরী কিছু করে দেখাতে না পারলেও মন জয় করে নিয়েছেন চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ পল নিক্সনের। তাই তো তার ভুয়সী প্রশংসা করেছেন নিক্সন।
এখন পর্যন্ত বিপিএলে আট ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে নাসুমের একাদশে সুযোগ হয়েছে সাত ম্যাচে। সাত ম্যাচেও এখন অবদি আহামরী কিছু করতে পারেনি নাসুম৷ ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করে তুলে নিয়েছেন মাত্র ৩ উইকেট। যেখানে তার সবচেয়ে ভালো বোলিল ফিগার ১৮ রানে ১ উইকেট। তবে কোচ পল নিক্সন পরিসংখ্যানে না গিয়ে তার প্রশংসায় মেতেছেন তিনি।
তিনি বলেন, ‘ নতুন বলে নাসুম অসাধারণ বল করছে। তার খেলার ধরনকে আমি উপরের পর্যায়ের ও মর্যায়দায় দেখছি। শুধু বল নয় ব্যাটও করতে পারে। তবে তার যে গুনটা বেশি ভালো তা হলো খুবই দ্রুত কোন কিছু শিখে ফেলতে পারে। এছাড়াও চাপের মুখে ও যে পরিকল্পনাতে আগায় তা একজন তরুণ ক্রিকেটার হিসেবে বিশ্বমানের। ‘
নাসুমের ক্রিকেটীয় চিন্তাধারা বিশ্বমানের বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘ আমি নিশ্চিত করে বলছি যে, আমার কাছে মনে হয়েছে যে তরুন ক্রিকেটারদের মধ্যে সে একজন বিশ্বমানের ক্রিকেটার। যত দিন যাবে সে তত উন্নতি করবে। যা কি না বাংলাদেশের ক্রিকেটের জন্য আশার আলো। ‘