মমিনুল ইসলাম »
টেস্ট চ্যাম্পিয়নশীপের নিজেদের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেলো পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশীপে এর আগে তিনটি ম্যাচ খেললোও ছিলো না কোন জয়। শুধু তাই নয় ১৩ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানপ হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারানোর ম্যাচে বল হাতে দারুন অবদান রাখেন বিস্ময় জাগানো পেসার নাসিম শাহ। করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৫ উইকেট। আর এই ৫ উইকেট শিকারেই নাম লেখালেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের স্পিনার নাইম হাসানের গড়া রেকর্ড নিজের করে নতুন রেকর্ড করে নিলেন তরুণ এই পেসার।
সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন বাংলাদেশের নাইম হাসানের। ২০১৮ সালের নভেম্বরে উইন্ডিজের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩৫৬ দিনে তুলে নেন ৫ উইকেট। আর শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর ৩১১ দিনে তুলে নেন ৫ উইকেট। আর তাতেই পিছনে ফেললেন নাইম হাসানকে। নাইম অবশ্য অভিষেকে তুলে নিয়েছেন৷ তবে আরও এক নতুন রেকর্ড গড়েন নাসিম শাহ। সবচেয়ে কম বয়সে পেসার হিসেবে নিলেন ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে এসে মাত্র ২১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। যেখানে ৩১ রানে ৫ উইকেট নেন রেকর্ড গড়া নাসিম শাহ। দিনের শুরুটা হয়েছিলো অবশ্য ৭ উইকেটে ২১২ রান নিয়ে। তবে শেষ দিনে এসে কোন রান যোগ না করেই অলআউট হয় লঙ্কানরা।
স্কোর কার্ড:
পাকিস্তান ১ম ইনিংস : ১৯১/১০
আসাদ ৬৩, বাবর ৬০, কুমারা ৪/৪৯
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৭১/১০
চান্দিমাল ৭৪, শাহিন ৫/৭৭
পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ৫৫৫/৩ ডিক্লে
আবিদ ১৭৪, মাসুদ ১৩৫ কুমারা ২/১৩৯
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ২১২/১০
ফার্নান্দো ১০২, নাসিম ৫/৩১
ম্যাচ অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ : আবিদ আলি
ফলাফল: পাকিস্তান ২৬৩ রানে জয়ী।