নারী টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

সাকিব শাওন »

টি২০ বিশ্বাকাপে আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ নারী দল। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত  গ্রহণ করে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

শুরুটা অন্যান্য আগের ম্যাচের মতোই দলীয় ৫ রানে বিদায় নেন মুর্শিদা। এরপর দলীয় ২৪ এবং ২৫ রানে বিদায় নেন সানজিদা ও আয়শা।

নিগার সুলতানা এবং ফারজানা মিলে প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও স্থায়ী হয়নি বেশিক্ষণ। দলীয় ৫৬ রানে ফিরে যান ফারজানা। এরপর নিগার সুলতানা ব্যাক্তিগত সর্বোচ্ছ ৩৯ করে রান আউট হলে আর মাথা তুলে দাঁড়াতে পারে নি নারী দল।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল।

শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ শ্রীওরদিনী নেন ৪ উইকেট এছাড়া আচিনি নেন ২ উইকেট।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসে খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। মাত্র ১ উইকেট হারিয়ে তাঁরা তাঁদের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ জিতে নেয় ৯ উইকেটের বিনিময়ে।

লংকান দলের পক্ষে সর্বোচ্চ হাসনা পেরেরা ছিলেন ৩৯* রান করে অপরাজিত। এছাড়া ৩০ করে আউট হন আতাপাত্তু।

বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট শিকার করেন নাহিদা আক্তার। নারী টি২০ বিশ্বকাপে একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ নারী দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »