নারী ক্রিকেটারদের আর্থিক সহযোগীতা দিবে বিসিবি

কে এম আবু হুরায়রা »

করোনা ভাইরাসের কারণে ক্রীড়া জগতে তৈরি হয়েছে শূন্যতা৷ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়াঙ্গন৷ আর্থিক অসচ্ছলতা দেখা দিয়েছে ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটারদের। তবে পুরুষ ক্রিকেটারদের ৩০ হাজার টাকা ঘোষণা করা হলেও নারী ক্রিকেটারদের বিষয়ে তেমন কিছু জানানো হচ্ছিলোনা।

অবশেষে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা করেন গত এনসিএলে দল পাওয়া এবং এবার জাতীয় দলের ক্যাম্পে থাকা সকল ক্রিকেটারদের দেওয়া হবে এক কালিন ২০ হাজার টাকা। তবে টাকার অংক কম হলেও কিছুটা হলেও তাদের উপকার হবে বৈ কি।

এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ছেলেদের (ক্রিকেটার) মত মেয়েরাও (ক্রিকেটার) ঘরোয়া ক্রিকেট খেলেন উপার্জনের জন্য৷ এছাড়া আমাদের ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিকেটাররা বাধ্য হয়েই দুরে থাকছেন। তাই আমি মনে করি তাদের সহোযোগিতা প্রয়োজন।’

তবে প্রশ্ন উঠছে এভাবে আরও কিছুদিন ক্রিকেটের বাইরে থাকলে এই ২০ হাজার টাকা ক’দিন কাজে আসবে এ সবয়েই শঙ্কা তৈরি হয়েছে ক্রীড়াঙ্গনে৷ তবে পরবর্তীতে পরিস্থিতির উপর বিবেচনা করে নতুন কোন পথ ভাববে বিসিবি ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »