নারীদের আইপিএলে খেলবেন দুই বাংলাদেশী!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিসিআই আয়োজিত নারীদের আইপিএলের এবারের আসরে দেখা যাবে দুই বাংলাদেশী নারী ক্রিকেটারকে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দুটি নামও চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। কোন দুজন ক্রিকেটার এবার নারী আইপিএলে খেলবেন এই ব্যাপারে খোলসা করে কিছু জানায়নি বিসিবি।

গত দুই বছর ধরে ছেলেদের আইপিএলের মতো করে
মেয়েদের আইপিএলও আয়োজন করে আসছে বিসিসিআই। এবারও আইপিএলের তৃতীয় আসর আয়োজনের ছক কষছে ভারতীয় বোর্ড। জানা গেছে
মহামারি করোনার প্রভাবের কারণে ছেলেদের আইপিএলের মতো মেয়েদের আইপিএলও দুবাইতে আয়োজনের পরিকল্পনা ভারতীয় বোর্ডের।

আইপিএলে বিগত দুই আসরের মধ্যে বাংলাদেশের হয়ে গতবার একমাত্র প্রতিনিধি ছিলেন পেসার জাহানারা আলম। তবে এবার সুযোগ মিলছে দুজনের। মুলত আইপিএল চলাকালীন সময়ে নারীদের বিগ ব্যাশ  থাকায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্লেয়ারদের পাওয়ার সম্ভাবনা নেই এই আসরে। আর তাই বিসিসিআই এর পছন্দের তালিকায় এবারের আসরের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা।

বিসিবির সুত্র হতে নিশ্চিত ভাবে কোন ক্রিকেটারের নাম বলা না হলেও, ধারনা করা হচ্ছে জাহানারা আলম ও সালমা খাতুনকে দেখা যেতে পারে এবারের আসরে।
বিসিসিআই হতে জানানো হয়েছে আগামী অক্টোবরের শেষের দিকে আইপিএলের সকল ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে। আরব আমিরাতে পৌঁছে
প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে ৬ দিনের কোয়ারেন্টিন সহ জৈব সুরক্ষা বলয়ে।

উল্লেখ্য, আগামী ৪ই নভেম্বর পর্দা উঠার কথা এবারের নারী আইপিএলের, যার পর্দা নামবে আগামী ৯ই ডিসেম্বর।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »