নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ নয়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ নয় বলে ঘোষণা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বোলিং অ্যাকশন কমিটি। তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবাইয়ে কিংস ইলাভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শেষে নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ সন্দেহ করে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট দেন মাঠের দুই আম্পায়ার। এরপর নারাইনকে ওয়ার্নিং লিস্টে রাখা হয়। যদিও তাকে আপতত ম্যাচ খেলার অনুমতি দেয়া হয়। তবে কলকাতা তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। এর ফলে আর কোনো ম্যাচে তাকা নামায়নি।

আইপিএল বোলিং অ্যাকশন কমিটি পাঞ্জাবের বিরুদ্ধে সেদিনের ম্যাচের সব বোলিং ভিডিও পরীক্ষা করে দেখেছে। সেখানে তারা অবৈধ কিছু পায়নি। তার বোলিং নিয়মের মধ্যেই ছিলো।

আজ তারা প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,” সুনিল নারইনের বোলিং আমরা পরীক্ষা করে দেখেছি। তার বল সঠিক ছিলো। ফলে সে এখন আমাদের ওয়ার্নিং তালিকায় থাকছেনা।”

উল্লেখ্য আজ কলকাতা মাঠে নামছে হায়দ্রাবাদের বিপক্ষে। তবে এই ম্যাচে খেলছেন না নারইন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »