নারাইনের ঝোড়ো ফিফটিতে ফাইনালের সুবাতাস পাচ্ছে কুমিল্লা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উপর দিয়ে যেন বয়ে যাচ্ছে সাইক্লোন নারাইন! চট্টগ্রামের বিপক্ষে চলতি কোয়ালিফায়ার ম্যাচে,ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়ে মাত্র ১৩ বলে বিপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

৪ বাউন্ডারি ও ৬ ওভার বাউন্ডারিতে মাত্র ১৩ বলে ৪০৭.৬৯ স্ট্রাইকরেটে রেকর্ড অর্ধশতকটি তুলে নেন এই ক্যারিবিয়ান।

মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ বলে ৫৭ রানের বিষ্পোরক ইনিংস খেলে দলের জয়ের বিধ গড়ে দিয়ে গেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ম্যাচের সর্বশেষ অবস্থা অনুযায়ী, ধীরে ধীরে জয়ের বন্দরের পথে এগিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ৮৪ বল থেকে ৬৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »