ঘোষণা হলো বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সরের নাম

সানিউজ্জামান সরল »

আর মাত্র ৩ দিন পরেই শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বঙ্গবন্ধু বিপিএলের মহারণ। বিপিএলের ৭ম এ আসর শুরু হওয়ার আগে আজ (৭ ডিসেম্বর) ঘোষণা হলো এর টাইটেল স্পন্সরের নাম। এবারের বিপিএলে টাইটেল স্পন্সরের ভূমিকায় থাকবে আকাশ ডিটিএইচ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনে বিপিএলের ৭ম আসরের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আর এই বঙ্গবন্ধু বিপিএলের নামের আগে টাইটেল স্পন্সর হিসেবে আকাশ ডিটিএইচের নাম যুক্ত করা হয়েছে।

এবারের আসর শুরু হবে চলতি মাসের ১১ তারিখ থেকে। এর আগে আগামীকাল (৮ তারিখ) হবে এই আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দেশী-বিদেশি তারকাদের নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠিত হবে বিগত সব আসরের তুলনায় বেশি জাঁকজমকপূর্ণ।

উদ্বোধনী এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন খেলাপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »