নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজেদের ৩য় ম্যাচে আজ নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে বি গ্রæপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

উইন্ডিজের নর্থ সাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে জাম্পা স্টইনিসদের বোলিং তোপে পড়ে ১৭ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় নামিবিয়া। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইরাসমাস। ওপেনার বেন লিঙ্গেন ১০ রান করেন। এ ছাড়া আর কোন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ৪, স্টইনিস ও হ্যাজেলউড ২টি করে উইকেট শিকার করেন।

৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার হেড ও ওয়ার্নার ঝড় তোলেন। ওয়ার্নার ৮ বলে ২০ রান করে ফিরলেও হেড ১৭ বলে ৭৪ ও মিশেল মার্শ ৯ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেললে মাত্র ৫.৪ ওভারে ৭৪ রান সংগ্রহ করে ৯ উইকেটের জয় তুলে নিয়ে টানা ৩ জয়ে সুপার এইট নিশ্চিত করে অজিরা।

জাম্পা ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন।

বি গ্রæপে অস্ট্রেলিয়া সুপার এইট নিশ্চিতের বিপরীতে ২য় দল হিসেবে সুপার এইট নিশ্চিতের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে। ২ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড তাদের পরবর্তী দুই ম্যাচ জিততে হবে রানরেটের হিসাব মিলিয়ে। বৃষ্টির কারনে ইংল্যান্ডের কোন ম্যাচ পন্ড হলে ২য় দল হিসেবে সুপার এইটে চলে যাবে স্কটল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »