নাগপুরে মিলবে বাংলাদেশের পছন্দের উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজ নির্ধারনী ম্যাচে নাগপুরে ভারতের চাওয়া ব্যাটিং সহায়ক উইকেট, বিপরীতে সফরকারী বাংলাদেশের চাওয়া বোলিং সহায়ক উইকেট। ঐতিহাসিক বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে উইকেটে সহায়তা পেতে পারে সফরকারীরা। শোনা যাচ্ছে বোলিং সহায়ক উইকেট হতে যাচ্ছে নাগপুরের অলিখিত ফাইনালে।

নাগপুরে পরিসংখ্যান বলছে সকল ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে গড় রান ১৫৫, স্বভাবত বোলিং পিচে হতে যাচ্ছে সিরিজ নির্ধারনী ম্যাচ।

নাগপুরের উইকেট নাকি হবে বোলিং সহায়ক উইকেট -বলছেন ডোমিঙ্গো।

উইকেট নিয়ে তিনি বলেন, “সবশেষ নাগপুরে যখন এসেছিলাম (২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে), ম্যাচ শেষ হয়ে গিয়েছিল দুই (আসলে তিন) দিনে। সেই সময়ের চেয়ে এবার উইকেট অনেক ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, ঐতিহাসিকভাবে রাজকোটের চেয়ে নাগপুরে রান কম হয়। সেখানে গড় স্কোর ছিল ১৮৫, এখানে ১৫৫। আমার মনে হয়, রাজকোটের চেয়ে এখানে স্পিনারদের অনেক বড় ভূমিকা থাকবে।”

স্পিং সহায়ক পিচে বাংলাদেশ যে সুবিধা নিতে পারে, সেটাও শুনা গেছে ডোমিঙ্গোর কন্ঠে।

“অবশ্যই আমরা বিশ্বাস করি, উইকেটে যদি স্পিন থাকে তাহলে ম্যাচে আমাদের স্পিনারদের সুযোগ চলে আসবে। আমাদের প্রচুর স্পিনার আছে যাদের দিয়ে পুরো ২০ ওভারই করানো সম্ভব।”

নাগপুরের ঘরের ছেলে রোহিত, উইকেট না দেখেও ভালো জানে উইকেট কেমন হবে। ভালো লাইন-লেন্থে বল করলে যে বোলাররা সুবিধা পাবে নিশ্চিত করলেন রোহিত শর্মা।

তিনি বলেন, “এখনও উইকেট দেখিনি। সাধারণভাবে নাগপুরের উইকেট ক্রিকেট খেলার জন্য চমৎকার। এখানে বোলারদের জন্যও সহায়তা আছে যদি তারা ঠিক চ্যানেল ধরে বোলিং করতে পারে। যদি আপনার স্কিল ও বৈচিত্র্য থাকে তাহলে পিচ আপনার জন্য কোনো ব্যাপার নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »