নাওয়াজের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজে টিকে থাকল পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের জন্য। দুইশ রানের টার্গেট তাড়া করতে নেমে হাসান নাওয়াজের রেকর্ড গড়া সেঞ্চুরিতে অনায়েসেই সেই টার্গেট টপকে সিরিজ বাঁচিয়েছে সফরকারীরা।

অকল্যান্ডে টস হরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ফিন অ্যালেন শূন্যরানে ফিরে যান প্যাভিলিয়নে। নিউজিল্যান্ডের ইনিংস বড় করার কাজটা করেন মার্ক চ্যাপম্যান। শেইফার্ট ১৯, ডারেল মিচেল ১৭, জিমি নিশাম ৩ রান করে ফিরে গেলেও কিউইদের রানের চাকা সচল রাখেন চ্যাপম্যান। ফিফটি তুলে নেন তিনি।

অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন চ্যাপম্যান। ৪৪ বলে ৯৪ রান করে দলীয় ১৪১ রানে আউট হন তিনি। এরপর মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের ইনিংস দুইশ ছাড়ায়। এক বল আগে ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের হারিস রউফ ৩টি, শাহীন আফ্রিদি, আবরার ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন। ২০৫ রানের বিশাল টাগের্টে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ। ৫.৫ ওভারেই ৭৪ রানের জুটি গড়েন তারা। হারিস ২০ বলে ৪১ রান করে আউট হন।

এরপরের গল্পটা হাসান নাওয়াজের। কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান এই সিরিজের অভিষেক হওয়া এবং প্রথম দুই ম্যাচে শূন্যরানে আউট হওয়া নাওয়াজ। কিউইদের কোনো রকম সুযোগই দেননি তিনি। ৪৪ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নেন নাওয়াজ। আর এতেই সহজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ১৬ ওভারে ১ উইকেটে ২০৫ রান তুলে জয়ের বন্দরে পৌছায় তারা। ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নাওয়াজ ও আঘা সালমান। নাওয়াজ ৪৫ বলে ১০৫ ও সালমান ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »