নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-ডিপিএলে জয় পয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২৩ রানে হারিয়েছে মোহামেডান। গাজী গ্রুপকে ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে আবাহনী আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান স্কোরবোর্ডে জমা করে মোহামেডান। মাহিদুল অঙ্কন ৪৪, রনি তালুকদার ৩৯ ও তাওহিদ হৃদয় অপরাজিত ৫৪ রান করেন। ধানমন্ডির কামরুল রাব্বি ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৬ উইকেটে হারিযে ম্যঅচ থেকেই ছিটিকে যায় ধানমন্ডি। নুরুল হাসান সোহান দারুণ সেঞ্চুরি তুলে দলকে জয়ের কাছে নিয়েও জেতাতে পারেননি। ৪৩.৩ ওভারে ১৯৩ রানে অলআউট হয় ধানমন্ডি। সোহান ১০০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। মোহামেডানের সাইফউদ্দিন ৩টি, তাসকিন ও তাইজুল ২টি করে এবং মিরাজ, নাসুম ও রনি ১টি করে উইকেট নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ৬৮ রান করে আউট হন। এছাড়া ওয়াসি ৪২ রান করেন। আবাহনীর মুমিনুল হক ৪টি এবং রাকিবুল, মোসাদ্দেক ও রাব্বি ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৮ উইকেটে ২০০ রান তুলে জয় নিশ্চিত করে আবাহনী। মোহাম্মদ মিঠুন ৭৬ রান করেন। এছাড়া নাজমুল শান্ত ৪৩ রান করেন। পারভেজ জীবন ৩টি উইকেট নেন।
অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় শাইনপুকুর। ফারজান সর্বোচ্চ ৪৮ রান করেন। প্রাইম ব্যাংকের শফিকুল ও নাজমুল অপু ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নাঈম শেখের দারুণ এক সেঞ্চুরিতে ২০ ওভারে ১ উইকেটে ১৬২ রান তুলে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। নাঈম ১০৪ রানে অপরাজিত ছিলেন। সাব্বির করেন ৪৭ রান।
আরএ/নিউজক্রিকেট২৪