নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে ২০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পেয়েছে ১৩৭ রানের লিড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান।
হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট নিয়েছেন তরুণ তুর্কি নাঈম হাসান। ব্যক্তিগত ১২ রানে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন শাহিদি।
এই উইকেটের ফলে তৃতীয় উইকেটে ২৪ রানের জুটি ভেঙেছেন তরুণ অফ স্পিনার। ইব্রাহিম জাদরানের সঙ্গে যোগ দিয়েছেন আসগর আফগান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২০ ওভার শেষে ৩ উইকেটে ৪১ রান। ইব্রাহিম জাদরান ১৮ ও আসগর আফগান ৭ রানে ব্যাট করছেন।