নাঈমের জন্য খারাপ লাগছে রিয়াদের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তরুন ওপেনার মোহাম্মদ নাঈমের শেখের জন্য খারাপ অনুভূত হচ্ছে বাংলাদেশ টি-টুয়েন্টি দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের।গতকাল ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ৩য় ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল।বাংলাদেশের হাতে সুবর্ণ সুযোগ ছিল ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস রচনা করার।ওপেনার নাঈম শেখ সেই ইতিহাস গড়ার সিংহভাগ কাজ নিজে ব্যাট হাতে করে দিলেও বাকীদের ব্যর্থতায় আর ইতিহাস রচনা করা হয়নি টাইগারদের।
নাঈম শেখের ৮১ রানের দুর্দান্ত ইনিংসের পরও স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা পরাজিত হয়েছে ৩০ রানের ব্যবধানে। বাকী ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় নাঈমের দারুণ এই ইনিংসটি ব্যর্থ হয়ে যায় ম্যাচ হারায়।

নিজেদের ব্যাটিং ব্যর্থতার জন্য নাঈমের একক লড়াই বৃথা যাওয়ায় নাঈমের জন্য কষ্ট হচ্ছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।নাঈমের দারুণ এই ইনিংসের সাথে নিজেদের ব্যর্থতা নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, নাঈমের জন্য আমার খুব খারাপ লাগছে, ও দারুণ একটি ইনিংস খেলেছে আর আমাদের জয়ের সম্ভাবনাও তৈরি করে দিয়েছিল।
আমরা ঠিকভাবে ফিনিস করতে পারিনি বলে ওর ইনিংসটি ব্যর্থ হয়ে গেল।আমাদের মিডেল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ না হলে ম্যাচ জিতলে নাঈম বিশেষ কৃতিত্ব পেতো।সত্যিই ওর জন্য খুব খারাপ লাগছে আমার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »