নাইটহুড পেলেন সাবেক ২ ইংলিশ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংলিশ কিংবদন্তি দুই ক্রিকেটার জিয়ফ্রে বয়কট ও অ্যান্ড্রু স্ট্রসকে নাইটহুড উপাধি দিয়েছেন ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে। তাঁর সময়কালে এটাই সবশেষ সম্মাননা। বয়কটকে অনেকবারই নিজের ছোটবেলার নায়ক বলেছেন এর আগেও, কিন্তু যাবার বেলায় এসে বয়কটকে এমন সম্মান দিতে পেরে খুশি বিদায়ী প্রধানমন্ত্রী।

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি দুই ক্রিকেটারের এমন সম্মানে খুশি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ” এর চেয়ে বেশি আনন্দিত হওয়া যায় না। স্যার অ্যান্ড্রু স্ট্রস ইংল্যান্ড ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং এখনো করছেন। এটা তাঁর প্রাপ্য। মাঠ এবং মাঠের বাইরে তাঁর অবদান অসামান্য। তাঁর এমন প্রাপ্তি আমরা সবাই উপভোগ করছি। আমাদের হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন স্যার জিয়ফ্রে বয়কটের জন্যও। তাঁর লম্ব্বা ক্যারিয়ার ও খেলার প্রতি নিবেদন প্রশংসার দাবিদার।”

৭৮ বছর বয়সী জিয়ফ্রে বয়কট ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ৪৭.৭২ গড়ে ৮১১৪ রান করেন। তিনিই প্রথম ৮ হাজার রান করা ইংলিশ ব্যাটসম্যান।

আর অ্যান্ড্রু স্ট্রস ২০০৪ সাল থেকে ২০১২ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করেন। ২০০৯ ও ২০১১ অ্যাশেজ জয়ের অধিনায়ক তিনি। ১৯৮৬/৮৭ মৌসুমের পর ২০১০/১১ মৌসুমে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতে তাঁর হাত ধরেই। গত বছর ফুসফুস ক্যান্সারে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে এখন কাজ করে যাচ্ছেন ফুসফুস ক্যান্সার সচেতনতা নিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »