নবীর অবসরে ‘বিশেষ সংবর্ধনা’ রশিদ খানের

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। নিজের ক্যারিয়ারে মত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিলেই এই অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই জানা যায় টেস্ট থেকে অবসর নিচ্ছেন নবী। নবী সরাসরি নিজে এমন কথা না জানালেও আফগান দলের ম্যানেজার জানিয়েছিলেন এমন তথ্য। অবশেষে সেই তথ্যের শতভাগ প্রতিফলন ঘটলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শেষের দিন।

আফগান্সতান দল বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারানোর পর ম্যাচের সেরা খোলোয়ার হবার পুরস্কার নেয়ার সময় নবীকে সাথে নেন রশিদ খান। শুধু সাথেই নেননি নিজের পুরস্কারটাও দিয়ে দেন নবীকে। এছাড়া নবীকে বিশেষ সংবর্ধনাও দেয়া হয় মাঠে।

নবীর অবসর সম্পর্কে রশিদ খান বলেন, ‘কিংবদন্তী নবীর এটি শেষ ম্যাচ ছিল। আমাদের স্পিনারদেরকে তিনি অনেক সাহায্য করেছেন। আফগানিস্তান দলে তার অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের ম্যাচে পাওয়া ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি আমি নবীকে উৎসর্গ করলাম।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ওয়ানডেতে আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত নবী খেলেছেন ১২১টি ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »