ক্রীড়া প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) এর নবম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে দেশী – বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে দলে ভেড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান
অনেক দিন ধরেই ফর্মে নেই নবি তারপরও ভরসা রাখছে কুমিল্লা। সদ্য সমাপ্ত হওয়া টি – টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে পারেনি। অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন নিজেই। কদিন আগে কলকাতা নাইট রাইডার্সের রিটেইন ক্রিকেটারের তালিকাতেও জায়গা মেলেনি এই আফগান অলরাউন্ডারের। তবে বিপিএলে বরাবরই দুর্দান্ত নবি। এর আগেও কুমিল্লার হয়ে খেলেছেন নবি৷
গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারো শুরু থেকেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে নবির আগে বিদেশি ক্রিকেটার হিসেবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল,আবরার আহমেদ, জশুয়া কম এবং ব্রেন্ডন কবের সাথে চুক্তি করেছেন । এছাড়াও দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে কুমিল্লা।