সাফায়েত ফুয়াদ »
এক ঝাঁক নতুন পুরাতন ক্রিকেটারের সমন্ময়ে গঠিত হয়েছে সিলেট ক্রিকেটার এসোসিয়েশন এর নতুন কমিটি। প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র কমিটির নব নির্বাচিত সভাপতি এবং আহমেদ সাদিকুর রহমান তাজিন সাধারণত সসম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেল, সাবেক অধিনায়ক রাজিন সালেহ আলম এবং সিনিয়র ক্রিকেটার অলক কাপালি সহ আরও অনেকে।
ক্রিকেটার এসোসিয়েশনের নবনিযুক্ত সদস্যবৃন্দ:
সভাপতি: এনামুল হক জুনিয়র।
সহ- সভাপতি: ইমতিয়াজ হোসেন তান্না, ইজাজ আহমেদ।
সাধারণ সম্পাদক: আহমেদ সাদিকুর রহমান তাজিন।
যুগ্ম-সম্পাদক: আবু জায়েদ চৌধুরি রাহী, রাহাতু ফেরদৌস জাবেদ, নাবিল সামাদ।
অর্থ-সসম্পাদক: তাসভীর রহমান সিদ্দিকী সাদি।
সহ-অর্থ- সসম্পাদক: সাইদূর রহমান সাঈদ।
সাংগঠনিক-সম্পাদক: আজাদ খান, জাকির হাসান।
সহ-সাংগঠনিক- সসম্পাদক: মেহেদী মাহবুব চৌধুরী, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
তথ্য ও প্রচার সম্পাদক: সায়েম আলম রিজভী, ইমরান আলী এনাম
সহ-প্রচার সম্পাদক: আনােয়ার আকবর চৌধুরী, মাহবুব হাসান।
দপ্তর-সম্পাদক: রুমান আহমদ ও মিজানুর রহমান সায়েম।
সহ-দপ্তর সম্পাদক: তৌফিক খাঁন তুষার, আসাদুল্লাহ গালিব।
২০২০ ইংরেজি থেকে ২০২২ ইংরেজি মেয়াদী পর্যন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সায়মন, মিসবাহ, পলাশ, জয়নুল, নাছির, একরাম, সফর, হাদী, রাজা, আবিদ, ফাহাদ, মেনন, সুহেল, ফয়সল, তানজিল শাহরিয়ার ওলি, ইরফান, নাজমুল, সিয়াম, অ্ক, মঈনুল, সম্রাট, নবাব, আশরাফুল আলম, জাবেদ আহমদ, আকবর আহমদ, কামিল আহমেদ, সাইফুল, মহসিন, ইমতিয়াজ আহমেদ জগলু, জিয়াউল হক চৌ: রিয়াদ, সাইফুদ্দিন আহমেদ ছাবের, মােঃ রাশেদুর রহমান, কামরুল।
বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজিন সালেহ আলম, অলক কাপালি, এরা ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন তাপস কুমার বৈশ্য, নাজমুল হােসেন, হাসিবুল হােসেন শান্ত, এ কে এম মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী, তকরিমুল হাদি কাবি, পাপলু দত্ত, ওয়াসিকুজ্জামান অনী, রানা মিয়া, সৈয়দ পারভেজ আহমেদ, নাসিরুল আলম নাহিদ, রেজাউল হক নাঈম, গােলাম মাওলা তুষার, সুমায়াত নূরি জুয়েল, আশরাফ আরমান, জয়দিপ দাস সূচক, দিপু চৌধুরী, কবির আহমদ, আব্দুল ওয়াদুদ সুইট, জুম্মা আব্বাস রাজু, এ এইচ টি ইকরাম, আবু সালেহ্ শাকিল, ফজলে এলাহি অভি, এহিয়া আহমেদ সুমন, তানভির রহমান বন্ধন প্রমূখ।