নতুন লজ্জার রেকর্ডে বাংলাদেশকে স্পর্শ করলো উইন্ডিজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাড়া বিশ্বে চলা টি-২০ লিগগুলোতে বেশ চাহিদা রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে যে তারা আয়ত্ত করতে পেরেছে সহজেই সেটা স্পষ্ট হয়ে ওঠে ২০১৬ সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবার ফলে। তবে এরপরই যেন খেই হারিয়েছে তারা!

২০১৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে উইন্ডিজের বর্তমান অবস্থান নবম স্থানে! বাংলাদেশ থেকে মাত্র এক ধাপ উপরে থাকা উইন্ডিজ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের সব কয়টি ম্যাচ হেরে নতুন লজ্জার রেকর্ডও গড়ে বসে আছে। যেখানে তাদের সাথে রয়েছে বাংলাদেশও।

এখন পর্যন্ত নিজেদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বাংলাদেশ দল হেরেছে মোট ৫৭টি। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবগুলো হেরে উইন্ডিজের ম্যাচ হারের সংখ্যাও এখন দাঁড়িয়েছে ৫৭টিতে। বাংলাদেশ দল অবশ্য এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছে ৮৭টি। আর উইন্ডিজ খেলেছে মোট ১১৩টি ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »