এ কে শাহেদ »
প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশের সকল মানুষের কাছে ক্রিকেটে ভালোবাসার আরেক নাম মাশরাফি। ক্রিকেটের পাশাপাশি নানান বিজ্ঞাপন নিয়ে দর্শকদের সামনে হাজির হন এ নড়াইল এক্সপ্রেস। এখন আবার নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের নামকরণ করেন ‘বঙ্গবন্ধু বিপিএল’। প্লেয়ার ড্রাফট থেকে মাশরাফি’কে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। তবে বিপিএল যোগ দেবার আগে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা থেকে ঘুরে আসেন মাশরাফি।
তখন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায় তাকে। তবে এবার ওয়ালটনের বিজ্ঞাপন নিয়ে টিভির পর্দায় হচ্ছেন তিনি। জানা যায় ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে মাশরাফি’কে। অতি দ্রুত দর্শকদের সামনে বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচারিত হবে। কেননা ইতিমধ্যে বিজ্ঞাপনের শুটিং শেষ। সম্প্রতি কক্সবাজারে ওই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন মাশরাফি।
মাশরাফি বিন মোর্ত্তজা জানান, ‘ওয়ালটনের কার্যক্রম দেখে আমি বিস্মিত। ক্রিকেটে দেশে ও দেশের বাহিরে ওয়ালটনের সম্পৃক্ততা দেখে আমরা খুবই ভালো লেগেছে। দেশেন উন্নয়নে শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তাদের কারখানা ঘুরে তাদের প্রতিটি ভালোবাসা বেড়ে গেছে। এখন তাদের সাথে কাজ করে অনেক ভালোই লাগছে।’