https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলে একজন গতিময় পেসারের অভাব দীর্ঘদিনের। কখনও মুস্তাফিজ আবার সাইফউদ্দিনকে দিয়ে নতুন বলে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নতুন বলটি তুলে দেয়া হয় মাশরাফির হাতেই।
নতুন বলে বাংলাদেশ দলের পেসারদের পারফরম্যান্স বরারবরের মত হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের পরিচিত কোচ সারোয়ার ইমরান। বাংলাদেশ দলকে এই পেস সঙ্কট ভোগাবে বলেও মনে করেন তিনি। তার ভাষ্য, ‘বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে আমাদের পেসারদের লাইন ও লেন্থ ঠিক ছিল না সেটা আমরা দেখেছি। সুইং আর মুভমেন্টও ছিল না। পুরনো বলে মুস্তাফিজ ও সাইফউদ্দিন ভালো করছে। নতুন বলে কিন্তু বল করার মত কেউ ছিল না। মাশরাফি আগে করত কিন্তু এখন সে টেস্ট খেলে না। এই জায়গাগুলো আমাদের ভোগাবে।’
বাংলাদেশ দলের পেসারদের বলের গতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্বল্প গতি দিয়ে কিছু করার নেই বলেও হতাশা প্রকাশ করেন এই কোচ। ‘আমাদের পেসাররা কি করবে? এত স্বল্প সময়ে কিছুই করা সম্ভব নয়। ছোট ছোট জিনিস যদি বদলাতে পারি তাহলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে। আমি বলবো লাইন-লেন্থ ঠিক রেখেই বল করতে হবে। সুইং করাতে হবে বলকে। আমাদের গতি থাকে ১৩০-১৩৫ এটা হাস্যকর। অন্যরা ১৫০ করলেও আমাদের গতি এত কম। এত কম পেস দিয়ে কি করা যায়।’
বাংলাদেশ দলে নতুন পেস বোলিং কোচ শেষ পর্যন্ত নতুন বলে বল করার মত কাউকে খুঁজে বের করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।