সাজিদা জেসমিন »
যতই দিন যাচ্ছে, জনপ্রিয় ক্রিড়াগুলোতে বাড়ছে খেলায় অংশগ্রহণকারী দলের সংখ্যা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুনরা সুযোগ পাচ্ছে। আর সেই সাথেই ফিরছে সদ্য উঠে আসা দলগুলোর ভাগ্য। কিন্তু ব্যতিক্রম যেন শুধু ক্রিকেটেই। দিন দিন যেন দলের সংখ্যা কমছে এ-ই ক্রিড়া ফরম্যাটে। যেখানে অন্যান্য জায়গায় বাড়ছে দলের সংখ্যা।
এতদিনে হয়তোবা আইসিসি বিষয়টা গুরুত্ব সহকারে নেওয়া শুরু করেছে। আইসিসির নতুন বর্ষপঞ্জিকা শুরু হওয়ার পূর্বেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর। আর সেটি হয়তো শুরু হবে সামনের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকেই। চলতি বছরের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৬টি দল। আইসিসির পরিকল্পনা রয়েছে সামনের সব বিশ্বকাপে বাড়তি দল থাকবে।
২০২৩-২০৩১ আইসিসির বর্ষপঞ্জিতে আইসিসি বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে চায়৷ সে লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পরিকল্পনা। আর এই পরিকল্পনার একটি ধাপ হলো বিশ্বকাপে ২০টি দল অন্তর্ভুক্তকরণ। নতুন পঞ্জিকা অনুযায়ী সর্বপ্রথম বিশ্বকাপ হবে ২০২৪ বিশ্বকাপ। আর সেই আসর থেকেই দেখা যেতে পারে ২০টি দল।
নতুন পঞ্জিকা অনুযায়ী দল বৃদ্ধির ফলে আসবে বাছাই পর্বে পরিবর্তন। হয়তোবা দ্বিস্তর পদ্ধতি বা এক গ্রুপে ৫টি দল নিয়ে ৪টি গ্রুপ করে এ-ই অনুযায়ী হতে পারে বিশ্বকাপের মূল পর্বের বাছাইকার্য। আইসিসির এ-ই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হলে সহযোগি দেশ পাবে পরিমিত সুযোগ-সুবিধা। এবং পাশাপাশি দর্শকদের আগ্রহ ও হয়তো অনেকটা বাড়বে।