নতুন টি২০ লীগ আয়োজন করবে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ ক্রিকেট এখন সময়ের বাস্তবতা, ছোট বড় সব দলই যেখানে টি২০ ফরম্যাটকে গুরুত্ব দিয়ে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে সেখানে বাংলাদেশ এই ফরম্যাটটি ২০০৬ সাল থেকে খেললেও এখনো পর্যন্ত কোন অবস্থান গড়তে পারেনি, ফলে দ্বিপক্ষীয় সিরিজ কিংবা বিশ্বকাপ, কোন জায়গাতেই বড় সফলতা ধরা দেয় না।

টি২০ ক্রিকেটে নিজেদের সক্ষমতা বাড়াতে এবার নতুন টি২০ লীগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথম শ্রেণীর জাতীয় লীগের পর জাতীয় লীগের ৮ দলকে নিয়েই আয়োজন করা হবে জাতীয় টি২০ লীগ। যেখান থেকে ক্রিকেটারটা ম্যাচ ফি পাবেন ২০ হাজার টাকা করে। দেশী প্লেয়ারদের নিয়েই আয়োজন হবে এই লীগ।

এর ফলে বিসিএল পিছিয়ে যাবে, এতোদিন জাতীয় লীগের পরই ৪ দলের ফ্রাঞ্চাইজি বিসিএল আয়োজন করা হলেও এখন এই সময়ে জাতীয় লীগ টি২০ চলবে এবং বিসিএল আয়োজন হবে বিপিএলের পরে।

বিপিএলই দেশের একমাত্র টি২০ লীগ। মাঝেমধ্যে ঢাকা লীগের পর টি২০ লীগ আয়োজন করলেও তা নিয়মিত ছিলো না। অবশেষে জাতীয় টি২০ লীগ আয়োজন করার সিদ্ধান্ত আসায় ক্রিকেটারদের টি২০ ক্রিকেটে নিজেদের গড়ে তোলার সুযোগ বাড়ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »