https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ডামাডোলের পর বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয়া হয় বাংলাদেশ থেকে। তবে রোডসকে কোচ করে আনতে যে পরিমানে কাঠখড় পুরিয়েছিল বিসিবি বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোকে আনতে এত পরিশ্রম করতে হয়নি।
অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে কাজ করেও পেস বোলারদের উন্নতি করতে না পারা ও নতুন প্রতিভা খুঁজে এনে দিতে ব্যর্থ ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশকে বিদায় করে দেয়া হয়। বাদ যাননি স্পিন বোলিং কোচ সুনিল যোশিও। ওয়ালশের বদলে দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গেভেল্ট এবং যোশির স্থনাভিসিক্ত হন সাবেক কিউই তারকা ডেনিয়েল ভেট্টোরি।
নতুন এই হেড কোচের প্রতি বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ তার চাওয়ার কথা জানাতে গিয়ে বলেন, ‘ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা হয়নি। বেশ কয়েক বছর ওনি দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন বলে জানি। ভালো কাজ করেছেন তিনি। আমরা ভালো কিছুই পাবো বলে আশা করছি।’
অন্যদিকে স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি সম্পর্কে তিনি জানান, ‘বড় বোলার ছিলেন। একজন কোচও তিনি। অনেককিছু শিখতে পারব ওনার কাছ থেকে। আমার বোলিং নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করবো ওনার সাথে। এসব আরও ভালো কাজে আসবে বলে বিশ্বাস করি।’