নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরে যাওয়ার আগে আরও একবার টি-টোয়েন্টি দলের স্কোয়াডে পরিবর্তন আনছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসন্ন ভারত সফরকে সামনে রেখে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি দলের ১৫ সদস্যের স্কোয়াড। তবে স্কোয়াডে কিছুটা পরিবর্তন এনে দ্বিতীয় বারের মত আগামীকাল ঘোষণা হবে স্কোয়াড।
১৫ সদস্যের স্কোয়াড থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পারিবারিক সমস্যার কারন দেখিয়ে ছুটি নিয়েছেন তামিম ইকবাল আর ইনজুরির কারনে ছিটকে গেছেন সাইফউদ্দিন। সব কিছু চিন্তা ভাবনা করে আগামীকাল দুই একটা পরিবর্তন করেই ঘোষণা করা হবে স্কোয়াড।
আগামীকালকের নতুন স্কোয়াড ঘোষণা সম্পর্কে আকরাম খান বলেন, ‘কাল ১২ টা কিংবা ১ টার দিকে আমরা টি-টোয়েন্টির নতুন স্কোয়াড দিবো। তবে টেস্ট স্কোয়াড দিতে আমাদের একটু সময় লাগছে। তামিম-সাইফউদ্দিন না যাওয়ার স্কোয়াডে আসছে পরিবর্তন। আর সাকিব নিয়ে আমাদের অফিসিয়াল কোন ঘোষণা আসেনি তবে আসলে আপনাদেরকে জানানো হবে।’
দেশের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার নাম সাকিব-বোর্ড। সাকিব গত দুইদিন ম্যাচ না খেলায় গুঞ্জন উঠেছে ভারত সফরে অনিশ্চিত হতে পারেন তিনি। তবে এখন পর্যন্ত কোন অফিসিয়াল ঘোষণা আসেনি বলে আকরাম খান জানান। তবে কাল টি-টোয়েন্টির স্কোয়াড দিলেই বোঝা যাবে সাকিব ভারত সফরে যাবে কি যাবে না।
সাকিব যাওয়া না যাওয়া নিয়ে আকরাম খান বলেন, ‘সাকিবের ব্যাপারে কোন অফিসিয়াল ঘোষনা আসেনি যেটুকু শোনার তা আপনাদের কাছে থেকেই শুনেছি। সাকিব দুইদিন না আসার কথা কোচকে জানিয়েছেন আর কোচের কাছে ছুটি নিয়েছেন। আপনারা অনেকেই আমাকে কল করে জানতে চেয়েছেন তবে আমি কিছু জানতে পারলেই জানাবো।’