নখ কামড়ানো ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয়ের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হার ১ উইকেটে।

পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। ২৪ বলে ২৬ রান করে মেন্ডিস ফিরে গেলে খানিক পর বিদায় নেন পেরেরাও। তবে এরপর দলকে এগিয়ে নিতে থাকেন অভিষেকে ফার্নান্দো এবং নিরোশান ডিকওয়েলা। দুজন মিলে গড়েন ৬৮ রানের জুটি। ব্যক্তিগত ৩৭ রানে ফার্নান্দো এবং ৩৯ রানে ডিকওয়েলা ফিরে গেলে বাকি ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। শেষের দিকে শেহান জয়াসুরিয়ার ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে ৩ উইকেট হার‍্যে বিপদে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং টম ব্রুস। ১০৯ রানের বিশাল জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫৯ রানে গ্র্যান্ডহোম ও ব্যক্তিগত ৫৩ রানে ব্রুস ফিরে গেলে কিছুটা চাপে পড়ে কিউইরা। শেষ ওভারে ৬ রান দরকার হলে প্রথম দুই বলে ২ উইকেট নিয়ে কিউইদের চেপে ধরেন হাসারাঙ্গা। তৃতীয় ও চতুর্থ বলে মিচেল স্যান্টনার বাউন্ডারি মেরে দলকে জয়ের উল্লাসে মাতান। নিউজিল্যান্ড ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ৪ উইকেটে।

এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »