নিউজ ডেস্ক »
ফিটনেস ও পারফরম্যান্সের কারণে বছর খানেক আগে দলে নিজের জায়গা পাকাপোক্ত ছিল না ঋষভ পান্তের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নিজের ভাগ্য বদলে ফেলেছেন পান্ত। অনিয়মিত ক্রিকেটার থেকে হয়ে উঠেছেন একাদশের নিয়মিত ক্রিকেটার। বর্তমান সময়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যেভাবে খেলছেন তাতে মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্টকে সহজেই ছাড়িয়ে যাবেন বলে মন্তব্য করেছেন ইনজামাম উল হক।
অজিদের মাটিতে রূপকথার গল্প লিখেছিলেন পান্ত। এমন পারফরমেন্সের কারণে ভারতের টেস্ট দলের একেবারে নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি।
এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও ধারাবাহিকতা বজায় রেখেছে তিনি। অনেক ক্রিকেট বিশ্লেষকই পান্তকে তিন ফরম্যাটেই খেলানোর পরামর্শ দিয়েছেন। ব্যাট হাতে দুর্দান্ত স্ট্রোকের সঙ্গে উইকেটের পেছনটাও বেশ ভালোভাবেই সামলাচ্ছেন পান্ত, যা মনে ধরেছে ইনজামামের।
নিজের ইউটিউব চ্যানেলে পান্ত প্রসঙ্গে ইনজামাম বলেন,’‘দ্বিতীয় ম্যাচে ভারতের লোয়ার অর্ডারে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে ও (পান্ত)। ৪০ বলে অনবদ্য ৭৭ রান করেছে। ওর জন্যেই ভারতের রান রেট অনেক বেড়ে গেল। গত ৬-৭ মাস ধরে ওকে দেখছি। যেভাবে ব্যাটিং করছে এবং ফাঁক খুঁজে রান করছে তা অসাধারণ।’’
তিনি আরও বলেন,”যেভাবে ও (পান্ত) নিজেকে বাইশ গজে প্রকাশ করতে পারে, গত ৩০-৩৫ বছরে মাত্র দু’জনকে সেই কাজ করতে দেখেছি। একজন ধোনি এবং অপরজন গিলক্রিস্ট। এই দু’জন উইকেটকিপার যে কোনও সময় ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারতো। তবে ঋষভ যেভাবে খেলছে তাতে এই দু’জনকে অনেক ব্যবধানে পিছনে ফেলে দিতে পারে।”