ধোনি ইস্যুতে আইসিসিকে কড়া জবাব দিল ভারতীয় বোর্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ভারত। ওই সময় ভারতীয় সেনাবাহিনী ধোনিকে খেতাব দেয় ল্যাফটেনেন্ট কর্ণেল হিসেবে। এরপর ভারতীয় আর্মিদের সাথে কিছুদিন ক্যাম্পও করেন তিনি। শুধু ধোনিই নয় ভারতের অন্যান্য ক্রিকেটাররাও যে তাদের দেশের সেনাবাহিনীদের প্রতি দেখান বাড়তি সম্মান সেটা বুঝা গিয়েছে বেশ আগেই। সম্প্রতি সেনাবাহিনীদের ক্যাপ পরেও মাঠে নামতে দেখা গিয়েছিল ধোনিদের।

তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি তার হাতে গ্লাভসে লাগিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ব্যাজ ‘বলিদান’। এই ব্যাজ কেবল ভারতের সেনাবাহিনীরাই ব্যবহার করতে পারে। ফলে আইসিসির পক্ষ থেকেও নাখোশ প্রস্তাব আনা হয়েছে।

আইসিসিকে কড়া জবাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিসট্রেশন (কোয়া) প্রধান বিনোদ রায় সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসির কাছে অনুমোদন চাওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুসারে ক্রিকেটাররা তাদের পোশাকে ধর্মীয়, বিজ্ঞাপন কিংবা সেনাবাহিনীর কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না। কিন্তু ধোনির গ্লাভসে তেমন কিছুই ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী ধর্মীয়, রাজনৈতিক, বর্ণবৈষম্য বা এই জাতীয় চিহ্ন সম্বলিত পোশাক ব্যবহার করতে পারবে না আন্তর্জাতিক ম্যাচে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »