নিউজ ডেস্ক »
ক্যারিয়ারের শেষ দিকে এসে যুবরাজ সিং সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। যার কারনে দল থেকে বাদ পড়তে হয়েছিল ভারতের দুই ফরম্যাটের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। যুবরাজ দল থেকে বাদ পড়ার বিষয়ে অবশ্য বিভিন্ন সময় তার বাবা দাবি করেন এর জন্য তখনকার দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি দায়ী ছিল। কিন্তু যুবরাজ তখন এ বিষয় নিয়ে মুখ খোলেন নি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না এই তারকা অলরাউন্ডার। যুবরাজ জানিয়েছেন তাকে দলে নিতে চাইতেন না ধোনি।
দীর্ঘ ২৮ বছর পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে ভারত। আর এই শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবরাজ সিংয়ের। বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু যুবরাজ জানান ধোনি তার থেকে সুরেশ রায়নাকেই দলে প্রাধান্য দিতেন।
যুবরাজ বলেন, ‘সুরেশ রায়না তখন আমার থেকে প্রচুর সমর্থন পেত, কেননা তাকে সমর্থন করতো এমএস (ধোনি)। সব অধিনায়কেরই দলে একজন পছন্দের ক্রিকেটার থাকে। আমার মনে হয় সেসময় ধোনির পছন্দের তালিকায় রায়না ছিল। ইউসুফ পাঠান তখন ভালো খেলছিল এমনকি আমিও ভালো করছিলাম এবং উইকেটও পেতাম। রায়নাও ভালো ফর্মে ছিল না সে সময়। দলে কোনো বাঁহাতি স্পিনার ছিল আর আমিও উইকেট পাচ্ছিলাম। ফলে আমাকে দলে না নিয়েও পারেনি।’
যুবরাজের কাছে ভারতীয় ক্রিকেটে সবচেয় সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ধোনিকে সেরা মানেন না যুবরাজ। তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলীই আমার দেখা সেরা অধিনায়ক। আমি যত অধিনায়কের নেতৃত্বে খেলেছি, তাদের মধ্যে সেই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন।’
নিউজক্রিকেট/এসএমএস