নিউজ ডেস্ক »
গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি অবসরের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ধোনির অবসর নেওয়ার ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর রবিবার (১৬ আগস্ট) তার ভক্ত-অনুরাগীরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) বিশেষ এক অনুরোধ জানিয়েছে যে ধোনির পরিহিত নাম্বার সেভেন জার্সিটিকেও অবসরে পাঠাতে। তাদের এ অনুরোধের কারণ ধোনির প্রতি সম্মান রেখে পরবর্তিতে যেনো আর কাউকে ব্যবহার করতে না দেওয়া হয় এই জার্সি।
আজ রবিবার (১৬ আগস্ট) বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে ধোনির টুইটারের প্রায় ৮ মিলিয়ন ফলোয়ার যার সবাই চাইছেন ধোনির সঙ্গে সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠাতে। শোনা গিয়েছে ভক্তদের এই আবেদনে সম্মতি জানিয়েছে ধোনির সতীর্থ সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকও।
এর আগে ভারতীয় কিংবদন্তি মাস্টার ব্লাস্টার সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জার্সিটিকেও অবসরে পাঠায়েছিল বিসিসিআই।
নিউজক্রিকেট/শাওন