ধোনির অদ্ভুত রসিকতা, স্লিপ রাখতে পারবো তো?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই দফা পেঁছানোর পর অবশেষে মাঠে গড়ালো আইপিএলের ১৩তম আসর। গতকাল আরব আমিরাতে করোনা প্রোটোকল আইসিসি এবং বিসিসিআইয়ের করা কঠোর বিধি নিষেধ মেনে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এতসব নিয়মের কারণে অতিষ্ঠ হয়ে আছেন ক্রিকেটাররাও।

গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে সকল প্রকার সামাজিক দূরত্ব মেনে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। টসের সময় ঠান্ডা মেজাজে থাকা ধোনিকে সামাজিক দূরত্ব নিয়ে রসিকতা করেন সঞ্চালক হিসেবে মাঠে উপস্থিত থাকা মুরালি কার্তিক। ক্রিকেটারদের মত তিনিও দূরত্ব মেনে চলেছেন। দূরত্ব বজায় রেখেছিলেন দুই অধিনায়ক এবং ম্যাচ রেফারিও। টস করেছিলেন ম্যাচ রেফারি মনু নায়ার।

টস সম্পন্ন হওয়ার পর মুরলি কার্তিক সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেওয়ার সময় স্বাভাবিকভাবেই সামাজিক দূরত্বের প্রসঙ্গ আসে। রসিকতার সুরে তখন ধোনি বলেন, ‘আমি ম্যাচ রেফারির কাছে জানতে চেয়েছিলাম যে, আমরা কি ফার্স্ট স্লিপ রাখতে পারব? নাকি সেটা সোশ্যাল সামাজিক দূরত্ব বিধির আওতায় চলে আসবে এটা!’

মূলত উইকেটরক্ষকের পাশেই স্লিপ ফিল্ডারদের দাঁড়াতে হয় বলেই ধোনি এমন রসিকতার প্রশ্ন। প্রথম ম্যাচে ধোনিই শেষ হাসি হেসে মাঠ ছেড়েছেন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »