ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত লামিছানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপালের ক্রিকেটার সন্দিপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আপাতত জামিনে মুক্ত রয়েছেন তারকা লেগ স্পিনার। পরবর্তী শুনানিতে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তি কি হবে সেটা জানা যাবে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ভুক্তভোগী একজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। কিন্তু আদালতের রায়ে জানানো হয়েছে, যখন ঘটনা ঘটে তখন তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। রায় ঘোষণার দিন নেপালের একটি ঘরোয়া প্রতিযোগিতায় পার্সা ক্লাব একাদশের হয়ে মাঠে নামেন লামিচানে।

২০২২ সালে ৬ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। মামলার পরদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নেপাল অধিনায়কের বিরুদ্ধে । সিপিএল খেলতে লামিচানে সেসময় ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল লামিছানেকে নিষিদ্ধ করে।

৬ অক্টোবর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পরই গেপ্তার করা হয় লামিচানেকে। ভুক্তভোগী জবানবন্দিতে পুলিশকে জানান , লামিছানে তাকে দুবার ধর্ষণ করেন। লামিছানে তাকে জোর করে নাগারকোটে একটি হোটেলে নিয়ে যান। অন্যদিকে লামিছানে তার জবানবন্দিতে পুলিশকে বলেন, ওই কিশোরীর ইচ্ছায় তাকে নাগারকোটে নিয়ে যান তিনি। আর মেয়েটির বয়স ১৭ নয়, ১৯ বছর ছিল।

গ্রেফতার হওয়ার পর আবার জামিনে মুক্তি পান লামিছানে। এরপর গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে নেয়া হয় তাকে। রাখে নেপাল। যা নিয়ে নেপাল দলে ছিল ব্যাক অসন্তোষ। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ক্যাম্পে বিক্ষোভও করেন তারা। ত্রিদেশী সিরিজের ম্যাচ শেষে নেপালের সব ক্রিকেটারের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলালেও লামিচানের সঙ্গে হাত মেলাননি স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেটাররা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »