ধর্ষণের দায়ে লামিচানের ৮ বছরের কারাদণ্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ধর্ষণের দায়ে দোষী প্রশাণিত হয়েছিণে আগেই, শুধু অপেক্ষা ছিল কি শাস্তি পেতে যাচেছন নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। বুধবার (১০ জানুয়ারি) এরো সে রায়। ধষণের দায়ে লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন নেপালের একটি আদালত। শুধু তাই নয় তাকে ৩ লাখ নেপালি রুপি জরিমানা ও ভুক্তভোগীকে আরও ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালত থেকে দেয়া হয়েছে।

২৩ বছর বয়সী লামিচানে নেপালকে পরিচয় করে দিয়েছেন বিশ্বক্রিকেটের সাথে। তাইতো নেপালের পোস্টার বয় হিসেবেই এই লেগ স্পিনারকে বিবেচনা করা হয়। ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে লামিচানের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনেন এবং মামলা করেন। এরপর তাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্ত হন। ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ধর্ষণ মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। শেষ পর্যন্ত বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। লামিচানে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। মামলা চলাকালীন নেপালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কারণে দলের অনেক ক্রিকেটার তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। অনেককে ক্ষোভ প্রকাশ করেন। এক বছরের বেশি সময় ধরে মামলা চলার পর শেষ হলো মামলার কাজ।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »