নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের শেষ ওয়ানডেতে আফগানরা খেলতে নেমেছিল হোয়াইটওয়াশ এড়াতে। তবে পাল্লেকেলেতে তা করতে পারেনি শহীদির দল।
প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ আগেই খুইয়েছে আফগানিস্তান।পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৮.২ ওভারে ২৬৬ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান এসেছে রহমত শাহ’র ব্যাট থেকে। এছাড়াও ওমারজাই করেছেন ৫৯ বলে ৫৪ রান। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট পেয়েছেন প্রমোদ মধুশান। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন অসিথা ফার্নান্দো, দুনিথ ওয়েললাগে এবং আকিলা দানঞ্জয়া।
আফগানদের দেয়া ২৬৭ রানের জবাব দিতে নেমে ৮৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা।