দ্রুততম অ‌স্ট্রে‌লিয়ান হি‌সে‌বে ৫ হাজার রা‌নের ক্লা‌বে ওয়ার্নার

শোয়েব আক্তার »

তিন ম্যাচ ওয়ান‌ডে সি‌রি‌জের প্রথম ম্যা‌চে মুম্বাই‌য়ে, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডে‌ভিড ওয়ার্ণা‌রের জোড়া সেঞ্চু‌রি‌তে স্বাগ‌তিক ভার‌ত কে ১০ উইকে‌টের বড় ব্যবধা‌নে হারি‌য়ে‌ছে অস্ট্রে‌লিয়া। সেঞ্চু‌রি ক‌রে রেকর্ড বই‌য়ে নি‌জের নাম আবার ও নতুন ক‌রে লেখা‌লেন অজি ও‌পেনার ডে‌ভিড ওয়ার্ণার।

ক্যা‌রিয়া‌রের ১৮তম সেঞ্চু‌রির(১২৮*) মাধ্য‌মে অস্ট্রে‌লিয়ার হ‌য়ে স‌র্বোচ্চ ওয়ান‌ডে সেঞ্চু‌রির তা‌লিকায় কিংবদ‌ন্তি মার্ক ওয়া‌হের সমান সংখ্যক সেঞ্চু‌রি নি‌য়ে তৃতীয় স্থা‌নে উঠে এলেন তি‌নি। অস্ট্রে‌লিয়ার হ‌য়ে স‌র্বোচ্চ ৩০ টি ওডিআই শতক রি‌কি পা‌ন্টিং এর। এছাড়া সমান ১৬ টি শতক নি‌য়ে তা‌লিকার চতুর্থ ও পঞ্চম স্থা‌নে আছেন অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যারন ফিঞ্চ।

এর আগে দ্রুততম অস্ট্রে‌লিয়ান এবং বি‌শ্বের চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হি‌সে‌বে পাঁচ হাজার ও‌ডিআই রা‌নের এলিট ক্লা‌বে প্র‌বেশ করেন এ বাঁহা‌তি ব্যাটসম্যান। পাঁচ হাজার রান হ‌তে মাত্র ১১ রান দূ‌রে ছি‌লেন ওয়ার্ণার।

জাস‌প্রিত বুমরার করা দ্বিতীয় ইনিং‌সের সপ্তম ওভা‌রের তৃতীয় ব‌লে সি‌ঙ্গেলস নি‌য়ে ৫০০০ রান পূর্ণ ক‌রেন তি‌নি। অস্ট্রে‌লিয়ার হ‌য়ে দ্রুততম ৫ হাজার রা‌নের রেকর্ড টি ছিল ডিন জোন‌সের(১২৮)।

ও‌ডিআই তে দ্রুততম ৫ হাজার রা‌নের রেকর্ড হা‌শিম আমলার। মাত্র ১০১ ইনিং‌সে পাঁচ হাজার রান পূর্ণ ক‌রেন তি‌নি। এছাড়া স্যার ভিভ রিচার্ডাস ও বিরাট কোহ‌লি ১১৪ ইনিং‌সে পাঁচ হাজার রান পূর্ণ ক‌রে তা‌লিকার ২য় ও ৩য় স্থা‌নে এবং জো রুট ১১৬ ইনিং‌সে পাঁচ হাজার রান ক‌রে তা‌লিকার ৫ম স্থা‌নে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »