দ্য হ্যান্ড্রেডে দল পাননি সাকিব তামিম সহ কোনো বাংলাদেশী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডে প্রথম বারের মতো বসতে যাচ্ছে ১০০ বলের খেলা ‘দ্য হ্যান্ড্রেড’ টূনার্মেন্ট। আসরটির আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। প্লেয়ার ড্রাফটে সাকিব তামিম সহ মোট ১১ বাংলাদেশী ক্রিকেটার নাম লেখান। প্রথমে ৬ বাংলাদেশী ক্রিকেটারের নাম ও সর্বশেষ প্রকাশিত আরো ৫জন সহ মোট ১১জনের নাম উঠে ড্রাফটে।

তবে সাকিব তামিম সহ কাউকে ড্রাফট থেকে কেনে নি কোনো দল। যেখানে সাকিব আল হাসান নাম টি না পেয়ে অনেকেই হতাশ। কেননা বিশ্বসেরা এ অলরাউন্ডার বিভিন্ন ক্রিকেট লীগ খেলে বিশ্ব মাতিয়ে থাকেন। যেখানে তিনি প্রথম বারের দ্য হ্যান্ড্রেড নাম লিখিয়েও দল পাননি।

আসরে অংশগ্রহণকারী ৮টি দল হলোঃ- ট্রেন্ট রকেটস, সাউদার্ন ব্রেভ, নর্দান সুপারচার্জারস, ওয়েলশ ফায়ার, ওভাল ইনভিন্সিবলস, লন্ডন স্পিরিট, বার্মিংহাম ফিনিক্স ও ম্যানচেস্টার অরিজিনালস।

রাউন্ড-১ঃ

ড্রাফটের প্রথম পিকে- ট্রেন্ট রকেটস- রাশিদ খান,৷ সাউদার্ন ব্রেভ- আন্দ্রে রাসেল, নর্দার্ন সুপারচার্জারস- অ্যারন ফিঞ্চ, ওয়েলশ ফায়ার- মিচেল স্টার্ক, ওভাল ইনভিন্সিবলস- সুনীল নারাইন, ম্যানচেস্টার অরিজিনালস- ইমরান তাহির, লন্ডন স্পিরিট- গ্লেন ম্যাক্সওয়েল, বার্মিংহাম ফিনিক্স- লিয়াম লিভিংস্টোন।

দ্বিতীয় পিকে- ম্যানচেস্টার অরিজিনালস- ড্যান ভিলাস, ওয়েলশ ফায়ার- স্টিভ স্মিথ, নর্দার্ন সুপারচার্জারস- মুজিব উর রহমান, সাউদার্ন ব্রেভ- ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট রকেটস- ডি’অর্চি শর্ট।

রাউন্ড-১ এ ক্রিস গেইলকে কেউ দলে ভেড়ায়নি, তাই দ্যা হান্ড্রেডে খেলা হচ্ছেনা ইউনিভার্স বসের। ক্রিস গেইলের সঙ্গে লাসিথ মালিঙ্গা ও কাগিসো রাবাদাও দ্যা হান্ড্রেডে থাকছেন না। তাদেরকে ও ভেড়ায়নি কোনো দল।

রাউন্ড-২ঃ

ট্রেন্ট রকেটস- লুইস গ্রেগরি, সাউদার্ন ব্রেভ- লিয়াম ডসন, নর্দার্ন সুপারচার্জারস- ক্রিস লীন, ওভাল ইনভিন্সিবলস- স্যাম বিলিংস, ম্যানচেস্টার অরিজিনালস- ফিল সল্ট, লন্ডন স্পিরিট- মোহাম্মদ নবি, বার্মিংহাম ফিনিক্স- কেন উইলিয়ামসন, রবি বোপারা, লন্ডন স্পিরিট- মোহাম্মদ আমির, ম্যানচেস্টার অরিজিনালস- টম অ্যাবেল, ওভাল ইনভিন্সিবলস- স্বন্দ্বীপ লামিছানে।

নিজেদের রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ড রাখা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দল পাননি।

রাউন্ড ৩-

ট্রেন্ট রকেটস- নাথান কোল্টার নিল, সাউদার্ন ব্রেভ- শাদাব খান, নর্দার্ন সুপারচার্জারস- অ্যাডাম লিথ, ওয়েলশ ফায়ার- বেন ডাকেট, ওভাল ইনভিন্সিবলস- রাইলি রুশো, লন্ডন স্পিরিট- তুলফ ভ্যান ডার মারওয়ে, বার্মিংহাম ফিনিক্স- বেনি হাওয়েল, টম হেলম, লন্ডন স্পিরিট- মার্ক উড ও ওয়েলশ ফায়ার- রবি রামপাল।

৩ অক্টোবর ৮ টি দলই ৩ জন করে ক্রিকেটার দলে ভিড়িয়েছিল। তারা হলোঃ-

বার্মিংহাম ফিনিক্স- ক্রিস ওকস, মইন আলি ও প্যাট ব্রাউন।

লন্ডন স্পিরিট- ররি বার্নস, ড্যান লরেন্স ও এউইন মরগান।

ম্যানচেস্টার অরিজিনালস- জস বাটলার, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন।

নর্দার্ন সুপারচার্জারস- বেন স্টোকস, আদিল রশিদ ও ডেভিড উইলি।

ওভাল ইনভিন্সিবলস- স্যাম কারেন, টম কারেন ও জেসন রয়।

সাউদার্ন ব্রেভ- জফরা আর্চার, ক্রিস জর্ডান ও জেমস ভিন্স।

ট্রেন্ট রকেটস- জো রুট, হ্যারি গার্নি ও অ্যালেক্স হেলস।

ওয়েলশ ফায়ার- জনি বেয়ারস্টো, টম ব্যান্টন ও কলিন ইনগ্রাম।

দ্যা হান্ড্রেডের নিয়মকানুনঃ

প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বল করে। প্রতি ১০ বল পরপর প্রান্ত বদল করবে ব্যাটসম্যানরা।৷ একজন বোলার চাইলে একটানা ৫টি বা ১০টি বল করতে পারবে। তবে এক ইনিংসে কোনো বোলার ২০ বলের বেশি করতে পারবে না।

প্রতি ইনিংসের প্রথম ২৫ বলে থাকবে একমাত্র পাওয়ার প্লে। যে সময়ে ত্রিশ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে মাত্র ২ জন ফিল্ডার। প্রতি ইনিংসেই আড়াই মিনিট করে স্ট্র্যাটেজিক টাইম আউট পাবে ফিল্ডিং দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »