নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট,ওয়ানডে,টি-টুয়েন্টি,টি-টেনের পর নতুন করে আবর্ভাব হচ্ছে “দ্যা হান্ড্রেড” নামের একটি টুর্নামেন্ট। দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট হবে ১০০ বলে, প্রতি ১০ বল পরপর প্রান্ত বদল করা হবে আর একজন বোলার এক ইনিংসে সর্বোচ্চ ২০ টি বল করতে পারবে। আর কোন বোলার চাইলে এক টানা ৫ টি কিংবা ১০ টি বল করতে পারবে।
আগামী গ্রীষ্মে প্রথবারের মত ইংল্যান্ড আয়োজন করতে যাচ্ছে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টটি। টুর্নামেন্টের জন্য ড্রাফটে থাকা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে । গেইল, পোলার্ড,আফ্রিদি ও ওয়ার্নারদের পাশাপাশি ড্রাফটে জায়গা পেয়েছে বাংলাদেশের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের ড্রাফটে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা:
এউইন মরগান,স্টিভ স্মিথ,গেইল,ওয়ার্নার,রশিদ খান,আফ্রিদি,সাকিব আল হাসান,ডি কক, রাবাদা,বাবর আজম,ডু প্লেসিস, ফিঞ্চ,উইলিয়ামসন,পোলার্ড,স্টার্ক,মালিঙ্গা।