‘দ্বিতীয় ইনিংসে ছক্কা হলে গল্পটা ভিন্ন হতে পারতো’

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দল বরণ করে নিয়েছে ২২৪ রানের বিশাল হার। নিজেদের কাটা খাদে নিজেরাই যেন পড়লো বাংলাদেশ। স্পিন বোলিং আক্রমণ নিয়ে আফগানদের বিপক্ষে লড়াই করতে গিয়ে উল্টো ফুটে উঠেছে বোলার ও ব্যাটসম্যানদের দৈন্যতা।

প্রথম ইনিংসে ব্যাট হাতে বেশ আগ্রাসী ছিলেন মোসাদ্দেক হোসেন। এতে অবশ্য কিছুটা রানের গতিও বাড়াতে পেরেছেন তিনি। ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছেরেছিলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও একই পন্থা অবলম্বন করতে গিয়ে মাত্র ১২ রানেই আউট হয়েছেন মোসাদ্দেক। এমন ইনিংস খেলায় ভক্তদের দুয়ো শুনতে হয়েছে তাকেও।

মোসাদ্দেক নিজের সেই ইনিংস দুটি সম্পর্কে জানালেন, ‘রান না করলে সুযোগটা অপচয় করার মতই হবে। অনেকের মনে হবে মারতে গিয়ে আউট হয়েছি। প্রথম ইনিংসেও কিন্তু ছয় মেরেই শুরু করেছিলাম। দ্বিতীয় ইনিংসে ছয় হলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো। হয়নি, এটা আসলে হতাশাজনক।’

তবে নিজের এমন ইনিংস নিয়ে চিন্তিত নন তিনি সেটাও বললেন মোসাদ্দেক। ‘একেক জন ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন একেক জনের থিউরি অন্য রকম থাকে। একেক জন একেক স্টাইলে ব্যাট করতেই পছন করে থাকে। আমি ব্যাটিং করতে নামলে চিন্তা করি একটি বাউন্ডারি মারলে কতটা নির্ভার থাকতে পারব। একেক জন আসলে একেক রকম মাইন্ড সেট করেই মাঠে নামে। প্রথম ইনিংসে ছয় মারার পর সবাই হাত তালি দিয়েছে, দ্বিতীয় ইনিংসে আউট হওয়াতে গালি দিবে এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমি চিন্তিত নই। এরপর যখন খেলবো তখন ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »