দ্বিতীয় সেশনে খেলায় ফিরলো বিসিবি একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম সেশনের আফগানিস্তান জাতীয় দল বিসিবি একাদশের সাথে চোখ রাঙিয়ে ব্যাটিং করেছে। বোলারদের বেশ ভুগিয়েছিলো আফগান ব্যাটসম্যান। তবে দ্বিতীয় সেশনের খেলায় ফিরেছে বিসিবি একাদশ।

প্রথম সেশনে বিনা উইকেটে ৭৭ রান করেছিলো আফগানিস্তান। আর দ্বিতীয় সেশনে বেশ ভালো করেছে‌দুই আফগান ওপেনার। অর্ধশতক তুলে নেন দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান। এরপর তার স্বেচ্ছায় অবসরে যান।

এরপর মাঠে প্রবেশ করেন রহমত শাহ ও মোহাম্মদ জাভেদ। ওপেনিং জুটির মতো এবার তারা ভালো করতে পারে নি। বিপরীতে স্বাগতিকরা সাফল্য পায়। ৩ রান করে সাজঘরে চলে যান জাভেদ। উইকেট নেন শাকিল। কিছুক্ষণ পর আবারো উইকেট পায় বিসিবি একাদশ। এবার উইকেট নেন আর আমিন জুনিয়র। ৭ রান করে রহমত শাহ আউট হন আনামুল হক জুনিয়রের ক্যাচে।

চা বিরতির আগে সরকারি আফগানিস্তান দল ২ উইকেটের বিনিময়ে ১৬৫ রান যোগ করেন।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধি), সাব্বির হোসেন, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, ফারদিন অনি, আল আমিন জুনিয়র, জুবায়ের হোসেন লিখন, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, আসাদ্দুলাহ গালিব, মেহেদি হাসান রানা ও ইরফান শুক্কুর।

আফগানিস্তান: রশিদ খান (অধি), রহমত শাহ, মোহাম্মদ নবী, আহমেদ শিরজাদ, আসগর আফগান, ইহসানুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহিদী, মোহাম্মদ ইয়ামিন, শাপুর জাদরান, কায়েস আহমেদ, আফসার খান, মোহাম্মদ জাভেদ, ইব্রাহিম জাদরান, ইকরাম আলি ও জহির খান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »