দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে ঢাকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একদিন বিরতি দিয়ে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে সিরেট স্ট্রাইকার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। রিফাত আনজুমের রিপোর্ট।

এবারের বিপিএলের শুরুটা বেশ ভালো করে খুলনা টাইগার্স। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ছিল অনেক দিন। তবে এরপর টানা দুই পরাজয়ে আবার কিছুটা ব্যাকফুটে খুলনা। নেমে গেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয় আবারও জয়ের ধারায় ফিরতে চায় এনামুল হক বিজয়ের খুলনা।

সিলেটের এবারের বিপিএল মিশনটা একবারেই ভালো যাচ্ছে না। টানা পরাজয়ের বৃত্তে বন্দি থাকা সিলেট ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার ছয নম্বরে। প্লে অফ খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে সিলেটের জন্য। তবে সবশেষ ম্যাচে ঢাকাকে হারিয়েছে মিঠুনের দল। খুলনাকে হারানো কঠিন হলেও জয়ে ধারা ধরে রাখতেই মাঠে নামবে সিলেট।

দ্বিতীয় ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সময়টা কাটছে ভালো খারপ মিলিয়ে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান কুমিল্লার। তবে সবশেষ দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে লিটনের কুমিল্লা। অধিনায়ক লিটনও রানে ফিরেছেন। কুমিল্লা তাদের পাকিস্তানের ক্রিকেটারদের আর পাচ্ছে না। তবে কুমিল্লা দলে নতুন করে যুক্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস। জয়ের ধারা অব্যহত রাখতেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে এই কুমিল্লাকে হারিয়েই এবারের বিপিএল শুরু করেছিল ঢাকা। এরপর আর জয়ের মুখ দেখেনি তারা। এরপর টানা ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নতুন অধিনায়ক তাসকিনের দল। কুমিল্লার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় জয়ের খোঁজেই মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »