দোটানায় মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মোসাদ্দেক হোসেন বাংলাদেশ দলের ফিনিশিংয়ে বেশ দায়িত্বের সাথে সামাল দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম কোনো বৈশ্বিক টূর্ণামেন্ট জয় এসেছিলো এই মোসাদ্দেক হোসেনের কল্যাণে। চলতি বছর মে মাসে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে শেষের দিকে মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় প্রথম শিরোপা জয়ের স্বাদ।

মোসাদ্দেক আফগানিস্তানের সাথে একমাত্র টেস্টে বেশ ভালো ব্যাটিং প্রদর্শন করেছিলেন। যেখানে অন্যরা ছিলেন ব্যর্থ সেখানে তিনি অর্ধশত থেকে ২ রান দূরে থেকে অপরাজিত থাকতে হয়েছিলো। আর তার ফলস্বরূপ তাকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে ৩ নম্বরে পাঠানো হয়। তবে মাত্র ১২ রান করে থেমে যায় তার ব্যাটিং।

এবার সেই মোসাদ্দেক পড়েছেন ভীষণ রকমের দোটানায়। কি করবেন তিনি বুঝতে পারছেন না। তিনি তার আক্ষেপ প্রকাশ করেছেন। অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন মন খুলে খেলতে। আর তাতেই কি এ বিপত্তি।

মোসাদ্দেক বলেছেন, ” মন খুলে খেলতে বলা হয়েছে আমায়। আর তা করতে গিয়ে আউট হয়েছি। এটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। সত্যি বলতে আমি নিজেও দ্বিধায় আছি যে কি করবো আমি। কোন দিকে যাওয়া উচিত আমার। ব্যাটিংয়ে একেক সময় একেক রকম মনোভাব থাকে। আর এখন সকলে দুয়ো দিবো।”

মোসাদ্দেক আরো জানান, ” আমি এখন আর এসব নিয়ে ভাবতে চাই না। টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছি। সেখানে ভালো করে মোমেন্টাম আমার দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »