দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে পাকিস্তানে ফিরে গেলেন শহীদ আফ্রিদি। হাঁটুতে চোট পাওয়ায় মূলত দেশে ফিরে যেতে হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট।
ইনজুরি সম্পর্কে জানা যায়, ঢাকায় দ্বিতীয় পর্বের শেষ ম্যাচ এবং পুরো সিলেট পর্বই মিস করবেন শহদী আফ্রিদি। চোট থেকে যদি সেরে উঠেন তবে ৬ জানুয়ারি আফ্রিদিকে ফিরে পাওয়ার আশা রয়েছে ঢাকা প্লাটুনের।
ঢাকা প্লাটুনের একটি বিশেষ সূত্র জানায়, ‘ডান পায়ে চোট পেয়েছেন তিনি। আর এ কারণেই দেশে ফিরে যেতে হয়েছে আফ্রিদিকে। তাঁকে পুরোদমে বিশ্রামে থাকতে হবে। আমরা আশা করছি যে আফ্রিদি সেরে ওঠলে ৬ জানুয়ারির মধ্যে আবার বাংলাদেশে আসবে।’
একদম শুরুর সময় থেকেই বিপিএলের নিয়মিত মুখ শহীদ আফ্রিদি। কেবল দ্বিতীয় আসর ছাড়া এখন পর্যন্ত বিপিএলের সব আসরে খেলেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন আফ্রিদি।
এর আগে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল ট্রফি জেতার রেকর্ড আছে আফ্রিদির। ঢাকা ডাইমাইটসের হয়ে একবার রানার্স আপের স্বাদও নেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
চলতি বিপিএলে ঢাকা প্লাটুনের জার্সিতে নিয়মিত খেলছিলেন আফ্রিদি। তবে ব্যাটিং-বোলিংয়ে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। ৬ ম্যাচের সবকটা খেলে পেয়েছেন মাত্র ২ উইকেট। আর ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ইনিংস মাত্র ২১। এর চেয়েও বড় দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছিলেন আফ্রিদি।