দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপ মিশন শেষ করে আজ রবিবার (০৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৭ মিনিটে টাইগারদের বহনকারী বিমান এমিরেটসের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ মিলে মোট ৬৫ দিনের সফর শেষে শনিবার (০৬ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিট (বাংলাদেশ সময় ভোর ৩টা ২০ মিনিট) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফি বাহিনী।

দেশে ১১ জন ক্রিকেটার ফিরে আসলেও তবে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেন’নি চার টাইগার সদস্য। তারা হলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন ও লিটন কুমার দাস।

এদিকে বিশ্বকাপে ৯ ম্যাচে ৩ হার, ৫ জয় এবং বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হওয়ায় ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ৮ম অবস্থান থেকে সেমি ফাইনালের আগেই বিদায় নেয় লাল সবুজের বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »