মমিনুল ইসলাম »
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কম জল ঘোলা হলো না।দুই বোর্ডের পাল্টাপাল্টি বক্তব্যে দীর্ঘদিন ঝুলে ছিলো এই সফর। তবে দুবাইয়ে দুই বোর্ড প্রধানের আলোচনা শেষে সমোঝোতায় আসে বিসিবি ও পিসিবি। নানা জল্পনা-কল্পনা উতরে তিনধাপে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাঁরই পেক্ষিতে আজ রাতে পাকিস্তানের উদ্দ্যেশে ত্যাগ করবে বাংলাদেশ।
প্রায় দীর্ঘ এক যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০০৮ সালের টি-টোয়েন্টিতে অবশ্য দাঁড়াতেই পারেনি বাংলাদেশ । ঐ ম্যাচে হেরে গিয়েছিলো ১০২ রানে৷ বর্তমানে টি-টোয়েন্টিতে পাকিস্তান আইসিসির এক নম্বর র্যাংকিংয়ে আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। তবে পাকিস্তান সফরে পারফরম্যান্স নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তাঁর থেকে বেশি আলোচনা হচ্ছে ঐ দেশের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে যারা যাচ্ছে তারাও যে স্বস্তিতে আছে তা বলার উপায় নেই। ওপেনার মোহাম্মদ নাইম শেখ অবশ্য নিরাপত্তার দিকে না তাকিয়ে চোখ রাখছেন নিজের পারফরম্যান্সের দিকে। এমনটাই জানিয়েছেন এনটিভি অনলাইনকে।
নিরাপত্তা ইস্যু নিয়ে না ভেবে কিভাবে নির্বাচকদের প্রত্যাশা পূরণ করা যায় তা নিয়েই ভাবছে নাইম শেখ। তিনি বলেন, ‘ আমি এর আগে কখনো পাকিস্তান সফরে যাইনি । তাই পাকিস্তান সফর নিয়ে বাড়তি চিন্তা নেই। কোথায় খেলতে যাচ্ছি আপাতত এসব ভাবছি না,। দেশের হয়ে খেলতে যাচ্ছি এটাই আমার কাছে মুখ্য ব্যাপার। নিরাপত্তা নিয়ে ভয়ভীতি নেই আর ভাবনাও নেই। আমার ভাবনাতে কেবল পারফরম্যান্স নিয়ে। কিভাবে সেখানে ভালো করা যায় আর ছোট ইনিংস গুলোকে বড় করা যায় সেটা নিয়েই আপাতত ভাবছি। দেশকে ভালো কিছু দেয়ার প্রত্যাশায় আছি আর সুযোগ পেলে অবশ্যই সর্বোচ্চটা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করবো। ‘
নিরাপত্তা নিয়ে ভয় না থাকলেও দলের জন্য দোয়া চেয়েছেন নাঈম শেখ। তিনি বলেন, ‘ নতুন বছরে এসে আমরা প্রথম সফরে যাচ্ছি। আমাদের দলের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বছরের শুরুটা জয় দিয়ে শুরু করতে পারি। ‘
দীর্ঘদিন জাতীয় দলের পাইপলাইনে থাকার পর গতবছর ভারত সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই তরুণ ওপেনারের। ভারত সফরে অবশ্য নিজের জাত চেনাতে ভুল করেননি নাঈম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক হাফ সেঞ্চুরির সাথে করেন ১৪৩ রান। এছাড়াও সদ্যই শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলেও বয়াট হাতে ছিলেন উজ্জ্বল। বঙ্গবন্ধু বিপিএলে ১২ ম্যাচে করেন ৩৫৯ রান।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রাত ৮ টায় বিশেষ ফ্লাইটে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। আর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।